প্রকাশিত: ২০২০-০৪-০৮ ১১:৪৮:০৮
মাসুদ পারভেজ:
জমায়েত বন্ধ করুন বাজার কিংবা লাইব্রেরিতে
এমনকি নিরাপদ নয় পবিত্র উপাসনালয়ে।
দূরত্ব বজায় রাখুন পরস্পরের সাথে
ওঁতপেতে থাকা ভাইরাস খুঁজছে আপনাকে হন্য হয়ে।
নিরাপদ দূরত্ব আর সামাজিক বিচ্ছিন্নতা
আপনাদের দিবে শান্তি ও রোগমুক্তির নির্ভরতা।
হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন ভালো করে
ঘন-ঘন হাত ধুবেন বাঁচতে চাইলে বেশি করে।
কোলাকুলি, করমর্দন আপাতত থাকুক মনে
মহামারি থেমে গেলে তাও করবো নিয়ম মেনে।
সবুজ শাক-সবজি খান
সাথে প্রচুর ভিটামিন-সি
নিয়ম করে রোদ পোহাবেন একেবারে ফ্রি।
পড়ুন। জানুন। মানুন
পড়াশুনার সাথে সাথে মানুষকে ভালোবাসুন।
প্রকৃতি আমাদের বন্ধু, জানুন হে মান্যবর
মিলেমিশে থাকলে পরে আমরা সবাই বন্ধুবর।
মনের ভেতর দিচ্ছে উঁকি জানবো বিজ্ঞান বেশিবেশি
সতর্ক থাকবো দিবানিশি
হুজুগে খবর এড়িয়ে চলি।
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে আমরা সবাই প্রকৃতির সন্তান
একসাথে থাকলে পরে আমরা সবাই প্রাণবান।
সালাম জানাই সকল যোদ্ধাদের
যারা দিচ্ছে শ্রম অকাতরে
বুকভরা ভালোবাসা, জানাই তব তাদের তরে।
আমার দেশ আমাদের বসুন্ধরা
মিলেমিশে আমরাই হবো সবার সেরা
নাহি ভেদাভেদ প্রাণ-প্রকৃতি
মিলেমিশে আমরা বাঁচি।
আপনার মন্তব্য