প্রকাশিত: ২০২০-০৪-১০ ১২:২১:৫৪
মাসুদ পারভেজ:
পবিত্র নগরী জেরুজালেমের কোলে বসে আছে উদাস বসুন্ধরা
ব্যাবিলনের শূন্য উদ্যানের মত ভরাট
পোপ ভাষণ দিচ্ছেন হাওয়া সাথে নিয়ে
সোলায়মানের বন্ধু (পাখি)আকাশ দখল নিয়েছে।
নায়াগ্রার জলপ্রপাত এখনও সচল
স্ট্যাচু অব লিবার্টি দু-হাত প্রসারিত করে
ডাকছে পৃথিবীর বর্ণিল আলোকসজ্জাকে;
আমাজনের সবুজে ধোঁয়া আমাদের ফুসফুসে
ক্ষত করে দিয়েছে বিপুল বৈচিত্র্য নিয়ে।
মুখেতে প্রাচীর চীনের মনে গাঁথা দুর্বোধ্যতা
উড়ছে দেখো দাঁত কেলিয়ে ভীষণ ব্যথা
জনমানবশূন্য আইফেল টাওয়ার কিংবা বুর্জ আল খলিফা
আজ কোন কাজে আসছে না ;
বয়ে নিচ্ছে কেবল একরাশ নিস্তব্ধতা।
বিশাল বিশাল ডানা মেলে আকাশ দাপিয়ে বেড়ানো
বোমারু বিমানগুলো অলস সময় পার করছে
সাবমেরিনের আর তাড়া নেই, দিয়েছে ডুব সময়ে
আজ বেলা ফুরিয়ে যাওয়ার হুড়োহুড়িতে অবেলা
এসে ভর করেছে: আজ দুঃখের সাগরে আনন্দ
দিনাতিপাত করছে ভীষণ ভয়ে।
পৃথিবীর
গভীরতম
অসুখ
আজ।
মানুষের দখলক্ষমতা
সবটুকু চুষে খাওয়ানো বিরল আয়োজন:
আমাদের মাঝে এনে দিয়েছে আবশ্যিক পূর্বশর্ত;
দূরে থাকুন মশায়, দূরে থাকুন।
আপনার মন্তব্য