সেবাব্রতীর জন্য শোকাঞ্জলি

 প্রকাশিত: ২০২০-০৪-১৫ ১৬:২৩:১৮

অপূর্ব শর্মা:

বীরেরা কখনো লড়াইয়ের মাঠ ছাড়ে না
ময়দানেই মৃত্যু হয় যোদ্ধার
মঈন উদ্দীন, তুমি বীর, তুমি যোদ্ধা
তাই লড়াইয়ের মাঠেই তুমি
দিয়েছো আত্মাহুতি
করোনার কাছে চাওনি কোনো করুনা
পরাজয়ের ভয়ে হওনি ভীত
প্রতিটি মহামারি জয়ে তুমি
যেমন দুঃসাহসী ছিলে
করোনায়ও ছিলে তেমনই, নির্ভয়
সগোত্রীয় কেউ কেউ যখন ধর্ম ভুলে
ব্যস্ত ছিলেন নিজেকে নিয়ে
তুমি তখন পালন করেছো দায়িত্ব
নিঃসঙ্কুচে হাসি মুখে, নির্ভয়ে
একটিবারের জন্যও তোমার ললাট
স্পর্শ করতে পারেনি দুশ্চিন্তার রেখা
সহকর্মীদের সাহস সঞ্চয়ে তুমি
বারংবার যুুগিয়েছো প্রেরণা
মনোবল যেনো না টুটে, দিয়েছো সান্তনা
দিনরাত এক করে হাসি ফুটিয়েছো
হাসতে ভুলে যাওয়া মানুষের মুখে
তোমার কাছে এসে অর্থের জন্য
ঔষধ না কিনে ফেরৎ যায়নি কেউ
অসহায়দের কাছে তুমি ছিলে দেবদূত
তাদের হতাশায় ছিলে আশার আলো
সেই তুমিই কিনা আজ চলে গেলে
করোনা যুদ্ধে জীবনকে করলে উৎসর্গ
জানি, তোমার প্রয়ানে আজ রাজপথে
বের হবেনা কোনো শোক মিছিল
শোকার্ত মানুষ বের করবেনা
ব্যানার নিয়ে দীর্ঘ কোনো র‌্যালী
শোক বইয়ে লিখবে না কেউ
অসময়ে চলে যাওয়ার আর্তি!
ওসমানীর করিডোরে রাখা তোমার
ছবির সামনে ভীর করবে না মানুষ
কিন্তু মিছিল হবে ঠিকই, মিছিল হবে
মনে মনে, র‌্যালী হবে কান্নার জলে
জমায়েত হবে অগননের অনুভবে
তোমার উপস্থিতি সকল প্রাণকে করবে
উজ্বীবিত, অসমাপ্ত যুদ্ধ জয়ে
তুমিতো একথা ভালো করেই জানও
যোদ্ধার মৃত্যু নেই, যোদ্ধারা কখনো মরেনা
বীরেরা সকল কালেই, সকল যুগেই শহীদ
তুমিও শহীদ, করোনা যুদ্ধের শহীদ তুমি
তোমাকে জানাই আমার গভীর প্রনতি!

আপনার মন্তব্য