মৃত্যুই অনিবার্য পরিণতি

 প্রকাশিত: ২০২০-০৪-১৭ ১৩:১৭:৫৮

মাসুদ পারভেজ:

এই রাতের আন্ধার শেষ হবে বলে
পুষ্পের হাসিতে সকাল আসবে
দু'মুঠো বাতাস পাল তুলে যায়
দিগন্তের শেষে...
আমরা বেঁচে গেলে ফুলের কাঁটা মুখে তুলে
গুঁজে দিবো প্রেয়সীর খোপায়।

আমরা দিনের শেষে বাউলদের মুখোমুখি হয়ে
ক্ষমা চেয়ে নিবো। ক্ষমাসুন্দর আমাদের মুখোশ খসিয়ে নিলে;
বাউলের দোতারায় আমাদের মরণ ঘনায় আসবে।

এই মৃত্যুর অবিনাশী আবাহন আমাদের মহিমান্বিত করবে-
জেনে রেখো হে সুন্দর,
আমাদের মৃত্যুই অনিবার্য সত্য।

আপনার মন্তব্য