এরপর কী হতে পারে!

 প্রকাশিত: ২০২০-০৫-০৭ ২১:১৯:৩৬

মাসুদ পারভেজ:

নির্ঘুম রাতের কোলঘেঁষে চলে সোনালি সকাল
সকালের মিষ্টিরোদ হেলেদুলে চলে দুপুরের গোপন ইশারায়
আঙ্গুল হেলানো সন্ধ্যায় রাত নেমে আসে সহসাই
অতঃপর সমস্ত ভয় নিমিষে হারালে;
একমুঠো জোছনায় বুদ্ধ ধ্যান করে যায়।

দিন-রাত দখিনা হাওয়া পাল তুলে যায় সমুদ্রবুকে
মাছেদের সারি-সারি রাশি, অথৈজল ডুবুডুবু
পাড়ে'তে বোনা খাঁচা, ভাঙে অগভীর বাতায়ন;
বরফপেটি থেকে বেরিয়ে আসে আস্ত জিয়লমাছ।

সন্ধি ভেঙে গেলে যুদ্ধ-বিগ্রহে হট্টগোল
চুলভর্তি টাকমাথায় রাজ্যের ক্ষমতা
পোড়া ধোঁয়া ফুসফুসে, দগদগে ক্ষত বাতাসের তোড়ে;
জীবন সেখানে চোরাবালি, অদৃশ্যে ঠাসাঠাসি।

ঠাসাঠাসি লাথালাথি ঠিকঠাক ধস্তাধস্তি
প্রণয়ের শাসন, চোখে শোনা কথা
অবিশ্বাস করে চলে কানের লতি
কপালটা আক্কেলগুড়ুম হলো কার ইশারায়
শোনা কথা উড়ে যায় বিবমিষায়।

আপনার মন্তব্য