চলে গেলেন সাহিত্যিক, দার্শনিক উমবেরতো ইকো

 প্রকাশিত: ২০১৬-০২-২০ ১৩:২৯:৩৪

নিউজ ডেস্ক:

‘‘একটা বইয়ের মধ্যে আসলে লুকিয়ে থাকে আরও অনেকগুলো বইয়ের কথা, প্রত্যেকটা গল্প আসলে বহু আগেই বলা অন্য কোনও গল্পের অনুরণন।’’ এই গভীর দর্শন যার ভাবনা জাত চলে গেলেন  ইতালির সেই প্রখ্যাত লেখক উমবেরতো ইকো।

তাঁর পরিবারের সূত্রে জানা গেছে শুক্রবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩২-এ উত্তর ইতালির অ্যালেজান্দ্রিয়াতে জন্মগ্রহণ করেন উমবেরতো ইকো। অবশ্য, সাহিত্যিক নয়, নিজেকে দার্শনিক বলতেই পছন্দ করতেন ‘দ্য নেম অব দ্য রোজ’-এর শ্রষ্টা। বলতেন ‘‘আমি শুধু সপ্তাহান্ততে লেখালিখি করি’’। গত বছরই প্রকাশিত হয়েছে তাঁর শেষ উপন্যাস ‘ফোকল্ট’স পেন্ডুলম’।

১৯৮০ সালে সান মেরিনা বিশ্ববিদ্যালয়ে ইকো কম্যুনিকেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেন। বোলগানা বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটস বিভাগের চেয়ারম্যানের দায়িত্বসামলেছেন তিনি। শিশু সাহিত্যেও তাঁর অবদান আকাশ ছোঁয়া। 

আপনার মন্তব্য