প্রকাশিত: ২০১৮-১০-১৮ ১৯:২৫:২৮
আপডেট: ২০১৮-১০-১৮ ১৯:২৮:৪১
মাসুদ পারভেজ:
রুপালি গিটারের মায়া বুকে ধারণ করে
কৃষ্ণচূড়া ফুলে-ফুলে কালো বিষাদ ছেয়ে গ্যাছে ;
আজ আমাদের স্বজন হারানোর ব্যথাতুর দিন
যে ভালোবেসে ভালোবাসতে শেখায়
বুকে নিয়ে তাবৎ বিপদসংকুল, বেয়ারা সময়ে
বাংলা ও বাঙালির হয়ে, গিটারে সুরের স্বর্গীয় মূর্ছনা রজনী কত পার করেছি
কান্নার অবিচ্ছেদ্য ভালোবাসা আর কৃতজ্ঞতায়
অভিমান, সে তো অভিমুখী পথে হারিয়ে গ্যাছে
হয়তোবা গিটারে আর সোনারবাংলার জ্যান্ত জাদুতে
সুরের উল্লাসে আর নতুনের কেতনে কেতনে
লাল সবুজে, সানুনয় কোলাজে
হে ক্ষণজন্মা,
আকাশে চলে যাওয়ার এত আয়োজন, তারায় তারায়
আমাদের সময় থমকে যাবে নিমিষেই
জানি নক্ষত্রেরাও মরে যায়, মরে যেতে হয় ;
তবুও শিকারির মত চাতকিনী চোখে ;
আমরা দেখবো সর্বদায় -
সুরের মাঝে, গিটারের টুংটাং তারের মিহিসুরে
উচ্ছল গানেরভেলায়, গোলাকার গোলমাল আয়োজনে
বাংলা গানের কিংবদন্তি আইয়ুব বাচ্চু এসে ঠায়
দাঁড়িয়েছে আমাদের কোলাহলের মাঝে।
আপনার মন্তব্য