প্রকাশিত: ২০১৯-০১-৩১ ২১:২৮:১৩
আপডেট: ২০১৯-০১-৩১ ২১:২৯:২৬
মাসুদ পারভেজ:
এই রক্তের নহরে ধোঁয়া উঠা প্রাণ:
জহির রায়হান।
শ্বাপদকুল অতিক্রমে যিনি ফেলেছেন পা
স্টপ জেনোসাইড থেকে তিনি পেয়েছিলেন জীবন থেকে নেওয়া।
হায়! জীবন নিভিয়ে দিয়েছিল ঘাতকের দল;
ইতিহাসের কসাইয়ের যত কালসাপ
বুকে আঁকতে চেয়ে যিশুখ্রিস্টের দু:খ
বুনোমেঘের কণায়-কণায় ভেসে উঠে যার হাসিমুখ
বিকেল বেলার সেই উদাস মেয়েটির মত নয়
নয় নীরবে বাতাসের হাহাকার বাড়ানোর দলে;
জহির রায়হান আছে, বুকেরে গভীরে
থাকবে আবহমান বাংলার বুক চিরে।
আপনার মন্তব্য