প্রকাশিত: ২০১৯-১১-২৫ ১৯:২১:৩১
আপডেট: ২০১৯-১১-২৫ ১৯:২৩:৪৭
মাসুদ পারভেজ:
কোন এক দুপুরে ভাতঘুম সারা হলে
বিকেলের কিনারায় যখন-তখন ঘুম ভেঙে যায়।
চা পানের আবাহন, ঘোরলাগা সময় পেরিয়ে
ফাঁকা-ফাঁকা অনুভূতি এড়াতে; বলো আমার কি করা সাজে তখন!
চোখের কোণায় জমে থাকা অনুভূতির শ্রাদ্ধ শেষে
পিচুটি নিতে নিতে আঙ্গুল হেলে গ্যালে
দূর ইশারা আশকারা পেয়ে যায় নিরবে।
তোমার সুনীলমুখে আমার আজন্মসাধের অসুখ
গোলমেলে সময়ের শিখা দেখো জ্বলছে অবিরাম:
আমার মৃত্যু যেন হাতের মোয়া;
ধরা-ছোঁয়ার উদরে লেলিহান ছায়াতলে হচ্ছে বিশাল...
এইসব যাওয়া না যাওয়া ভেসে যাওয়া সময়ে
আমার চলে যেতে ইচ্ছে করে দূরে
যবনিকা ঘটে গ্যালে ঘাটের লেনাদেনা চুকিয়ে;
উচ্ছন্নে যাওয়া জীবনকে হারাবো বলে; আমার
অন্তিমযাত্রা শুরু হোক বিকেল নামতে-নামতে
আমার লোভনীয়া সন্ধ্যা, তোমার বুকেতে
প্রেয়সীর মরণ, আমায় হাতছানিতে ডাকার যন্ত্রণা শেষ হয়ে আসুক তব।
আপনার মন্তব্য