প্রকাশিত: ২০১৯-১২-০৫ ১০:২৯:৩৮
মাসুদ পারভেজ:
১
শীতল অনুভূতির করালে ভালোবাসার আগুন
পুড়ছে হৃদয়ের মন্দির
ইত্যবসরে আসছে সোনামুখি পাখি:
আসছে ভেসে বানের বহরে
ফেনিল জলরাশির উচ্ছ্বাস মিলছে আকাশের ঘননীলে
২
শিকারীর হাত অবশ করা চিত্রাহরিণের যাদুকরী চক্ষু ;
অরণ্যের গভীরে তেড়ে আসা একফালি মিষ্টিরোদ
গভীরে গ্যালে বিষাদের ছাপ মনে পড়ে যায়
হঠাৎ দমকা হাওয়াই কুপোকাত এলোকেশী ষোড়শী
৩
স্বর্গীয় ইথারে ছুঁয়ে যায় প্রণয়াকাঙ্ক্ষা
শরাবের পেয়ালাকৃতি তোমার মুখপানের স্বর্গীয় আভায়
বিচ্ছুরণ ঘটছে:
রক্তিম গালের টোল
দুরুদুরু বক্ষের বেসামাল জমিন,
মায়াকূপের সাত-প্যাচ;
আর গভীর শূন্যতা -
অত:পর নিজেকে হারিয়ে ফেলা অগভীর জলে।
আপনার মন্তব্য