বিভ্রম যেখানে সুনীল আকাশ

 প্রকাশিত: ২০২০-০১-৩০ ২০:০৩:৪৯

মাসুদ পারভেজ:

মৃত্যু এখানে সহজিয়ার মতোন পরিযায়ী পাখি যেমন
পাখা মেলে ঘুরে বেড়ায় গোধূলির সিঁড়ি বেয়ে বেয়ে
এখানে শাশ্বত বাণী খেই হারায়, পুরাণের কোল ঘেঁষে
চলে যায় সোনার নাচন
অবশেষে চোখ বুজে আলোকপানে অন্ধকারে পা হড়কিয়ে

এখানে ভালোবাসা নীল হয়ে দাগ কেটে যায়
মনের গহীনে পোতা বোকাবাক্সের খোঁজে
গাঁথুনি অটুট, তবুও অচল মুদ্রার মত নিষ্প্রাণ
যৌবন এখানে খেই হারায় সারাক্ষণ


দিন এখানে সাক্ষ্য দেয় রাতের
অন্ধকারে গা ছমছম করে আলোর নাচন
ভেদাভেদ পেরিয়ে নতুনে কেতন
ঝিম মেরে বসে থাকা রুপোর বাসন
ফুটো হয়ে যায় অবিরাম

লগ্ন পেরিয়ে যাওয়ার বিরামহীনতায়
ঘেউ ঘেউ করে এক ময়ূর
শরীর তার চোখেতে ঢাকা
হৃদয় জুড়ে তার অথৈ সাগর

এখানে মৃত্যু আসে হরদম
এখানে মৃত্যু আসে পরমের আনন্দে
মানুষের ভালোবাসায় মানুষ হন্তারক হয়ে উঠে
মৃত্যু এখানে হাতছানি দেয় দীঘল দৃষ্টিতে
বিভ্রম যেখানে সুনীল আকাশ, নীল সেখানে গড়ে তোলে স্মৃতির সৌধ

আপনার মন্তব্য