প্রকাশিত: ২০১৯-০৮-০৫ ১১:৩৮:৪৬
মো. রফিকুল আনোয়ার:
রাজার পায়ে লাগবেনা ধুলো
তুলকালাম রাজ্যে
উনিশ ডিব্বে সরষে গেল
দিনের পর দিন রাত জেগে।
পায়নি কোন উপায় বুদ্ধি
হতাশ পরিষদ
গর্দান এবার যাবে নিশ্চয়ই
বাঁচার নাইকো পথ।
ভাগ্যিস - মুচি এসে শেষে
দিলো সমাধান
বাঁচালো প্রাণ সকলের
বাঁচলো রাজার মান।
রাজার পায়ের ধুলো
মুচি দিলো মুছে
ডেঙ্গু নিয়ে মহা কারবার
চলছে আমার দেশে।
ব্যানার ফেস্টুন হাতে নিয়ে
মন্ত্রী মেয়র রাজপথে
পরিষ্কার রাস্তায় ঝাড়ু দিয়ে
ডেঙ্গু খুঁজছেন তাতে।
ডানে আপু বামে আপু
আতিক সাহেব চলছে
মশা নিধন করবেন তিনি
মাইক নিয়ে বলছে।
মশার ঔষধ গেল কই
এসব খবর নেই জানা
জাতির সাথে মেয়র মশাই
করে চলছেন মশকরা।
আপনার মন্তব্য