আমি কে?

 প্রকাশিত: ২০১৬-০৬-০৭ ১৬:৫৯:৪৮

সূর্য:

হে মূর্খ মানব..! অকারণে ভেঙ্গেছ
আমার মাটির প্রতিমা,
কি রূপে তোমায় করিবো ক্ষমা।

তসবিহ হস্তে, তিলক ললাটে,
ঘুরি আমি পথে ঘাটে।

ওরে মূর্খ...!!
আমি ঈশ্বর, আমি আল্লাহ
আমিই যে ভগবান,
সর্ব জীবের মাঝেই আমার অবস্থান।

আমার মাহীত্ত্ব বর্ণনা আছে...
গীতা, কোরআন, ত্রিপিটক, বাইবেলে,
মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডায়
তুমি আগুন জ্বালাও কার বলে....?

পাপের জন্য পাবে দণ্ড
আছে আমার বিধান,
তুমি কার আদেশে হত্যা কর
পাপী মানবের প্রাণ....?

ধর্ম নিয়ে মূর্খ জাতি
করোনা ঠাট্টা বিদ্রূপ,
আমি কে.....?
আগে জানো আমার সরূপ।

আপনার মন্তব্য