প্রকাশিত: ২০১৯-০৮-১৪ ১৩:৫১:৪১
মাসুদ পারভেজ:
কালো বুটে উর্দি পরিহিত কাপুরুষদের দল
আকাশের উজ্জ্বল তারাটাকে মুঠোয় নিয়েছিল
ঘুমন্ত বাংলায় হায়েনাদের প্রতিভূরা
শকুন হিসেবে নেমেছিল।
২
শকুনেরা ঝাঁপিয়ে পড়েছিল ভয়াল রাতে
অভুক্ত জানোয়ারের চেয়েও নির্মম হয়ে
আঘাতে-আঘাতে ঝাঁঝরা করেছে বুকের পাঁজর
আর বাংলার আকাশটাকে ক্লেদাক্ত করে
বিশাল এক ফুটোতে তারা লীন হয়েছিল হুল ফুটিয়ে।
৩
বুক চিতিয়ে বুলেট রোধে আগুয়ান পিতার অবিনশ্বর শরীর
ছোট্ট রাসেলের ভাবলেশহীন চাহনি
আর সিঁড়িতে রক্তের পবিত্রতায়
দুঃখী বাংলায় সকাল নেমেছিল অন্ধকারের প্রাচীন বারতা নিয়ে।
আপনার মন্তব্য