
প্রকাশিত: ২০১৯-১১-২০ ২১:৪৭:৩৮
মাসুদ পারভেজ:
নির্বাণ লাভে পরিনির্বাণ অবধি
আলো থেকে অনতিদূর
জলজ্যান্ত সূর্য কিংবা রেশমি আলোতে
আমাদের উদ্ভাসিতমুখ:
নেমে আসে বসন্ত সহসাই
এইসব নরাধমের দিনগুলো পেরোলে
নতুন কিরণের বুকেতে রাখা অবারিত দম
আমাদের সোনামুখো দিগন্ত
ছুঁয়ে যায় সোনালিডানার চিল:
মনেতে তখন হিস্যা খাবি খাই অবিরাম
সন্ধ্যায় নেমে নেমে আসা গভীর রাত
আলোকপানে কারও কারও যবনিকাপাত ঘটলে
আমাদের নতুন স্বপনের উদয়ন:
আমরা বুদ্ধ হয়ে যাই-
চন্দ্রহীন আলোতে আমাদের তন্দ্রাঘোর
ভাসিয়ে নিয়ে যায় তেপান্তরে
আমরা তখনও যেন বুদ্ধ হয়ে যাই
আপনার মন্তব্য