মনের খবর রেখো

 প্রকাশিত: ২০২০-০১-০৯ ২২:৩৬:৩৭

মাসুদ পারভেজ:

বাঁশিতে চুমু দিলে ভেসে আসে প্রেয়সীর ওষ্ঠ
কে বেশি বিরহী জানে না কেউ!

নীল সমুদ্রের বৈরাগী ঢেউ
স্বভাবের যার আকার নেই
গভীরে থাকা নোনাসাগর
জানে না তার সমাপনী

যেন দূরে নয় কাছে
ঢাকছে কেউ তোমাকে সদ্যোজাত শিশুর মায়ায়
কান্না তোমার চোখ জুড়ে যায় নাকি হৃদয় তোমার
ভেসে যায়

গোলাপ থেকে আলাদা করতে পারো কি লাল!
তেমনি তোমার দরবার, একবার খুলো
আবার বন্ধ করো;
কি একটা কারবার। হইচই করাতেই সার।

চোখ বুজে ভেবেছ কি, হৃদয়লীলা ডাকে কেন
বিদ্যুতের মতোন অশরীরী আত্মা
বেলায় বেলায় অদূরদর্শী সদ্ভাব!

আপনার মন্তব্য