
প্রকাশিত: ২০২০-০২-০৪ ২৩:৩৯:২৯
মাসুদ পারভেজ:
স্মৃতি হাতড়ালে চোখেতে ভাসে তোমার আধখোলা বুক
আনত গোলাপ দুটো বিস্ময়ে তাকিয়ে আছে জীবনানন্দের আনন্দে
দুঃখের সাগরে ভেলা ভাসানোর স্বর্গসুখ
আমার মতিভ্রম হয়েছিল তোমাকে ছুঁয়ে যাওয়ার
স্মৃতি সমুজ্জ্বল মিলেছে ঐশ্বরিক ঐকতানে
মুগ্ধতার রেশে-রেশে সবুজ পালকে নোঙ্গর
রঙিন মুখ, নীল তোয়ালে কিংবা
তোমায় ভেবে দু’এক লাইনে গল্প
চোখেতে বিপুল ঢেউ, হরদম ভাসিয়ে নিচ্ছে এলোমেলো যত্নের স্মৃতি
মুখ থুবড়ে যায় ঈশান কোণে
খেই হারানোর সোনালি দিনগুলো হারিয়েছে দিশা
তোমার মন্দিরে যত আনাগোনা বিপুলায় সমাবেশ
সবিশেষ আজ ভাবছি, কত প্রহর কেটেছে মুখরতার আঙ্গিনায়
বিগত হাওয়ার দিনগুলো ভেসে গেছে তোমার নাভিমূল ঘিরে
অতঃপর আরও গভীর খাদ, গহীনে পরান
শূন্য থেকে নিরেট শূন্যে তোমাকে পাওয়ার বিষাদ
হে প্রিয়,
আমার মন ভেসে যায় জ্ঞানচৌতিশার বটমূলে!
আপনার মন্তব্য