প্রকাশিত: ২০২০-০২-২৭ ১৪:২২:০৬
মাসুদ পারভেজ:
পানি গড়িয়ে মিশুক জলে
রক্তে-মাংসে একাকার হয়ে
আমরা হেসে উড়িয়ে দিবো যত সমীকরণ
হে মানুষ, স্বজাতি রক্ষায় তোমার হোক মাতৃদুগ্ধ পণ।
বহতা নদীর মতোন বয়ে-বয়ে চলে আমাদের জীবন
একই অঙ্গে যদি মিলাই বসন
যদি ঘুম ভেঙে আসে একই রোদের উজ্জ্বলতা
তবে, কিসে তোমাদের মলিনতা কিসে তোমাদের অক্ষমতা
একই আকাশ, বাতাসের ধারে-ধারে
একই পুষ্প ফোটে আমাদের তরে
এই নিখুঁত ধ্বংসলীলা এখনই থামাও
বহতা নদীর মতোন সময়, হে বয়ে-বয়ে যাও
এই দেশ, এই বসুন্ধরা কত যে সুধাময়ী
রূপেতে বোনা খোপার অঞ্জলি নাও তুলি
তুমিও মানুষ আমিও মানুষ -
চলো ভেদাভেদ ভুলি আর প্রাণিকে ভালোবাসি
আমাদের আল্লাহ আমাদের ভগবান
একই রক্তে যদি হই সয়লাব
ফিনকি দেওয়া রক্তের লাগাম বন্ধ হোক
আমাদের চক্ষু চোখের কোটরে থাকুক
শোন হে মানুষ,
এই হানাহানি ধর্মের টানাটানি
মানুষ যদি আক্রান্ত হতে থাকে
জেনে রেখো, মানুষেরই হবে ক্ষয়।
আপনার মন্তব্য