প্রকাশিত: ২০১৯-০২-১৩ ০০:৫৩:৪৯
মাসুদ পারভেজ:
ফাগুন সমাগত আবারও।
কথা ছিল এবারের ফাগুনে দ্বিগুণ হব
কথা ছিল রক্তেভেজা গোলাপের সুবাসে
কথা ছিল ফাগুনের পয়লা প্রহরে
কথা ছিল ফাগুন উৎসবে;
কথা ছিল আমাদের পদচারণা দ্বিগুণ হবে
এবারকার ফাগুনে।
ফাগুন সমাগত আবারও।
কথা ছিল এবারের ফাগুনে দ্বিগুণবেগে সোৎসাহে
আমরা নেমে যাবো কোমরবাঁধা মনোবলে
কথা ছিল ফাগুনের ফোটা প্রথম ফুলে
কথা ছিল সেঁটে দিবো তোমার মনোহারিণী চুলে
কথা ছিল যূথবদ্ধ প্রয়াসে
তোমার আমায় দেখা মিলবে রাজপথে
কথা ছিল আরও একবার রুখে দিবো
স্বাধীনতাবিরোধীদের নষ্ট যত প্রয়াস
কথা ছিল ফাগুনের ছোটা আগুনে
করে দিবো ধূলিসাৎ;
যতসব অমানুষী ছলাকলা ।
ফাগুন সমাগত আবারও।
আগামী ফাগুনে অন্তত আমরা দ্বিগুণ হব।
আগামী ফাগুনের আগেই আমরা ভাসিয়ে নিবো
একে ওকে তাকে
ফাগুনের আগুনে জ্বলুক যতসব ভণ্ড নষ্ট কীটসম
নরপশুর দল।
প্রতিটা ফাগুনেই বাড়ুক আমাদের ভালোবাসা
যারা ফাগুনের আগুন ছড়িয়ে দিয়েছিল
ঊনিশশো তিরাশি সালের চৌদ্দই ফেব্রুয়ারিতে।
আপনার মন্তব্য