জন্মদিনের অর্ঘ্য

কবি হেলাল হাফিজকে

 প্রকাশিত: ২০১৮-১০-০৭ ০০:০০:২৩

মাসুদ পারভেজ:

রঙিন প্রজাপতির স্বপন
বাকশোবন্দি করে
শরতের কাশফুলের সাথে সাথে
হে বিরলপ্রজ কবি,
কবিতাকে সতীন সাজিয়ে
কেন নীরবতার শয্যাসহচর হলে?

আর কত ভালোবাসা সঞ্চয় হলে
কোলাহলে এসে -
নীরবতা সাঙ্গ করে
সদা কলহাস্যে, জীবনের অনিন্দ্যসুন্দর যাপনে;
কবি, তোমার মুখরতার পানে
শব্দেরা ঘুরেফেরে

কষ্টের সাথে কষ্টের নবীন পসরা সাজিয়ে
বিরহে সমুজ্জ্বল, মলিন সঙ্গিন করে
কি সে যাতনায়, ভীষণ বিভীষণে -
ফিরে আসার শ্রেষ্ঠ সময় উপস্থিত হয় বারেবারে;
এসো তব,
কবিতায় সতীনের গলা চেপে ধরে
শব্দে শব্দে শব্দের জাদুতে
মোহাবিষ্ট করে;
নির্জনতার মুখরতায়

আপনার মন্তব্য